জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার (১০ মার্চ) এই রুল জারি করেছেন।
জোনায়েদ সাকির দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় ও নির্দেশনা বাস্তবায়ন না করায় এই রুল জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর মধ্য দিয়ে কার্যত নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) দায় চাপল বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালের ওপর।
মন্তব্য