ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আগামীকাল সোমবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার (১৩মার্চ) শুনানি নিয়ে আদেশের দিন নির্ধারণ করেছেন।
তবে আদেশের আগে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের বক্তব্য শুনবেন আদালত।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা চেয়ে গত ৬ মার্চ হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবীর ও অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এই রিট আবেদন করা হয়। আজ আদালতে সে রিটের বিষয়ে শুনানি হয়। শুধুমাত্র ভোজ্যতেলের বিষয় নিয়ে রিটটি করা হলেও পরবর্তীতে প্রয়োজনীয় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ও রিটে অন্তর্ভুক্ত করা হয়।
মন্তব্য