-->
শিরোনাম

খালেদা জিয়ার সাজা স্থগিত হচ্ছে আরও ৬ মাস

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার সাজা স্থগিত হচ্ছে আরও ৬ মাস

প্যারোলেমুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে। বুধবার (১৬ মার্চ) আইন মন্ত্রণালয় এ মনোভাব জানিয়েছে।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য তার পরিবার থেকে আবেদন করা হয়েছে এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ানোর জন্য আইন মন্ত্রণালয় থেকে মতামত দেওয়া হয়েছে। মতামতসহ চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সাজা স্থগিতের মেয়াদ চূড়ান্তভাবে বাড়ানো হলে এটি হবে পঞ্চম দফায় শর্তসাপেক্ষে তার মুক্তির মেয়াদ বাড়ানো। এসব শর্তের মধ্যে রয়েছে তিনি নিজ বাড়িতে থেকে চিকিৎসা নেবেন এবং কোন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে পারবেন না। রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকেও আছে নিষেধাজ্ঞা।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার মুক্তি পাওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি, জামিন দেয় আদালত। দুই-আড়াই বছর আগে উনার জন্য পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়। সেখানে কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী তার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। এটা কিন্তু জামিন না, এটা মুক্তি।

তবে সূত্র জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে দেওয়া আবেদনপত্রে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আর্জিসহ আগের মতোই খালেদা জিয়ার উন্নত চিকিৎসার স্বার্থে তাকে দেশের বাইরে পাঠানোর অনুরোধও রয়েছে। তবে তাকে দেশের বাইরে পাঠানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন আগ্রহ দেখা যায়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে টানা ২৫ মাস কারাগারে ও কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হাসপাতালে অন্তরীণ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০২০ সালের মার্চের শুরুতে দেশে করোনা মহামারির প্রকোপ দেখা দিলে পরিবারের আবেদন আমলে নিয়ে ২৫ মার্চ বিশেষ বিবেচনায় সরকারের নির্বাহী আদেশে দুই শর্তে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। শর্ত দুটি হচ্ছে, মুক্তি পাওয়ার পর খালেদা জিয়াকে ঢাকায় তার নিজের বাসায় চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এই পর্যন্ত চার দফায় একই শর্তের আওতায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার চতুর্থ দফা মুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

মন্তব্য

Beta version