আফরোজা হত্যা: গাড়িচালকের দোষ স্বীকার

আদালত প্রতিবেদক,ঢাকা
আফরোজা হত্যা: গাড়িচালকের দোষ স্বীকার

সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার আফরোজা সুলতানা হত্যা মামলায় গাড়িচালক হৃদয় ব্যাপারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

সোমবার (২১ মার্চ) ৫ দিনের রিমান্ড শেষে হৃদয়কে আদালতে হাজির করে ডিবি পুলিশ। হৃদয় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শাকিল আহাম্মদের আদালত তার দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি লিপিবদ্ধ করে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

বাড্ডা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা রণপ কুমার ভোরের আকাশকে এ তথ্য জানান।

গত ১৬ মার্চ হৃদয়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ১৩ মার্চ মধ্য বাড্ডা এলাকার ভাড়া বাসায় আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় আফরোজা সুলতানার ছোট ভাই আব্দুল মাজিদ বাড্ডা থানায় মামলা দায়ের করেন।

 

মন্তব্য