-->

সবুজবাগে গৃহবধূ খুন: আরও দুইজন রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকা
সবুজবাগে গৃহবধূ খুন: আরও দুইজন রিমান্ডে

রাজধানীর সবুজবাগে গৃহবধূ তানিয়া আফরোজকে (২৬) খুনের মামলায় গ্রেপ্তার রুবেল ফকির এবং সুমন হোসেন ওরফে হৃদয়কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (৩০ মার্চ) ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দিয়েছে।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশার দুই আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়।উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির ৫ দিন করে রিমান্ডের আদেশ দেয়।

এর আগে মঙ্গলবার এসি মেরামতের টেকনিশিয়ান বাপ্পীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিকে এ দুই আসামিকে রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নথিপত্র থেকে জানা যায়, গত ২৬ মার্চ রাতে সবুজবাগে তানিয়ার বাসায় এসি মেরামত করতে যায় বাপ্পি। তানিয়াকে নৃশংসভাবে হত্যা করে ৩-৪ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায় সে। ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশু সন্তান। তাদের বয়স তিন বছর ও ১০ মাস। এ ঘটনায় পরদিন ময়নুল ইসলাম সবুজবাগ থানায় মামলা করেন।

মন্তব্য

Beta version