-->

নর্থ-সাউথ শিক্ষার্থী মীমের মৃত্যু: চালক-সহকারী রিমান্ডে

আদালত প্রতিবেদক
নর্থ-সাউথ শিক্ষার্থী মীমের মৃত্যু: চালক-সহকারী রিমান্ডে
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীম

কাভার্ডভ্যানের ধাক্কায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মীমের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় চালক সাইফুল ইসলাম ও তার সহকারী মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একজন মহানগর হাকিম।

রোববার (৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার উপ-পরিদর্শক রিপন কুমার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

এদিন, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর আদালত দুই আসামির চার দিনের রিমান্ডের আদেশ দেন।আদালত সূত্রে এ তথ্য জানা যায় ।

গত ১ এপ্রিল রাতে কাভার্ডভ্যানের চালক সাইফুল ও তার সহকারী মশিউরকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

গত শুক্রবার (১ এপ্রিল) সকালে উত্তরার বাসা থেকে বের হয়ে স্কুটি নিয়ে গুলশানের দিকে যাচ্ছিলেন মীম। কুড়িল ফ্লাইওভার থেকে নামার পথে একটি কাভার্ডভ্যানের সঙ্গে তার স্কুটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন মীম। পরে সকাল সাড়ে ৭টার দিকে একজন পথচারী মীমকে রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন করে জানান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এ ঘটনার পরের দিন সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা করেন মীমের বাবা নূর মোহাম্মদ মামুন।

মন্তব্য

Beta version