-->

নাশকতার মামলা: বিএনপির ৭ নেতাকর্মীর কারাদণ্ড

আদালত প্রতিবেদক

নাশকতার মামলা: বিএনপির ৭ নেতাকর্মীর কারাদণ্ড
প্রতীকী ছবি

৯ বছর আগে রাজধানীর মুগদা থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ তথা নাশকতার মামলায় বিএনপির সাত নেতাকর্মীকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলটির ২৯ নেতাকর্মীকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (৩ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন-খায়রুল, কামাল হোসেন, স্বাধীন, মোক্তার, ওয়াসিম, নবী হোসেন ও রুবেল।

ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১৮ মার্চ রাজধানীর মুগদা থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া সে সময় একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পরের দিন রাজধানীর মুগদা থানায় উপ-পরিদর্শক মো. হামিদ মামলা দায়ের করেন।

২০১৪ সালের ৩০ এপ্রিল ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক দুলাল চন্দ্র ভৌমিক।

মামলার বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করে।

মন্তব্য

Beta version