-->
শিরোনাম
অর্থ পাচারের অভিযোগে মামলা

হাইকোর্টে জামিন পাননি গোল্ডেন মনির

নিজস্ব প্রতিবেদক
 হাইকোর্টে জামিন পাননি গোল্ডেন মনির
গোল্ডেন মনির

অর্থ পাচারের অভিযোগে মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জামিন দেননি হাইকোর্ট। তবে আগামী তিন মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। মনিরের আইনজীবী জামিন আবেদনটি প্রত্যাহার করে নিতে চাইলে আদালত এ আদেশ দেন।

আদালতে গোল্ডেন মনিরের পক্ষে আইনজীবী ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

অর্থ পাচারের অভিযোগের মামলায় গোল্ডেন মনিরের জামিন প্রশ্নে গত বছর ১৫ ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। গতকাল শুনানিকালে মনিরের আইনজীবী আদালতকে জানান, তারা রুলের ওপর শুনানি করতে চান না। জামিন আবেদন প্রত্যাহার করে নিতে চান। এরপর আদালত ওই রুলটি খারিজ করে আদেশ দেন।

অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে মনির, স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনসহ ১০ জনকে আসামি করে ২০২০ সালের ১১ মে বাড্ডা থানায় মামলা করে সিআইডি। এ মামলায় ওই বছরের ২১ নভেম্বর মনিরকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য

Beta version