অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিচার শুরু হবে কি না জানা যাবে আগামী ১১ মে। ওইদিন আব্দুল মালেকের অবৈধ সম্পদের আরও একটি মামলার বিচার শুরুর বিষয়েও আদেশ দেবে আদালত।
সোমবার (১৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত শুনানি শেষে এ তারিখ ধার্য করে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. মোস্তফা এ তথ্য জানান।
এদিন আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন শাহীনুর ইসলাম। দুদকের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত আগামী ১১ মে অভিযোগ বিষয়ে আদেশের জন্য রাখেন।
এদিন শুনানিকালে আব্দুল মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার স্ত্রী নার্গিস বেগম জামিনে থেকে আদালতে হাজিরা দেন। দুই মামলায় মালেকের জামিন আবেদন করা হয়। জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত।
জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলাটি করেন।
একই দিন ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যাসহ অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকার মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের কারণে মালেকের বিরুদ্ধে আরেকটি মামলা করেন নজরুল ইসলাম।
মামলা দুটি তদন্ত করে গত বছরের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন নজরুল ইসলাম।
মন্তব্য