-->
শিরোনাম

প্রধান বিচারপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন।

 

মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টে এই সাক্ষাত করেন আইজিপি। এর আগে আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুপ্রিম কোর্টে দায়িত্বরত ডিসি মো. মোমিনুল ইসলাম ভূইয়া।

 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে গত ৩০ সেপ্টেম্বর দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বিদায়ী পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

 

গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে আইজিপির পদ থেকে ড. বেনজীর আহমেদকে অবসরে পাঠানো হয়। একইদিন পৃথক প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশপ্রধানের দায়িত্ব দেয় সরকার। এর আগে তিনি র‌্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version