জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ভোট বর্জনের মধ্য দিয়ে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে আওয়ামীপন্থি সাদা প্যানেল।
২০২৩-২০২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক পদে খন্দকার গোলাম কিবরিয়া জোবায়েরসহ ২৩ আসনের সবগুলোতেই জয় পেয়েছে তারা।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু ফলাফল ঘোষণা করেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন—সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, জ্যেষ্ঠ সহসভাপতি রুমানা জামান ঋতু, সহসভাপতি প্রাণনাথ, কোষাধ্যক্ষ বিবি ফাতেমা মুন্নি, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক ফাহিম শরীফ, সহসাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন জয়,
লাইব্রেরি সম্পাদক মো. রেজাউল হক মিয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক শিখা ইসলাম, দপ্তর সম্পাদক মো. গোলাম কিবরিয়া সুমন, ক্রীড়া সম্পাদক এস এম মিজানুর রহমান ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আবুল হাসানাত জিহাদ, সদস্য পদে গাজী ইমরুল, জহির উদ্দিন, আশরাফুল ইসলাম মুরাদ, মো. আসলাম হোসেন, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ তানজির হোসেন রবিন, মোছা. ইসমত আরা শারমিন রিমু, নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও ইয়াসিন জাহান নিশান।
বুধবার ও বৃহস্পতিবার টানা দুইদিন ভোট গ্রহণ করা হয়।মোট ৯ হাজার ২৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কারচুপি, অতিরিক্ত ব্যালট পেপার ঢুকানো ও নানা অনিয়মের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ভোট গ্রহণের দ্বিতীয় দিনে ব্রহষ্পতিবার ভোট বর্জন করে।
ভোরের আকাশ/নি
মন্তব্য