-->
শিরোনাম

ইভটিজিংয়ের অভিযোগে একজনের কারাদন্ড

বরগুনা প্রতিনিধি
ইভটিজিংয়ের অভিযোগে একজনের কারাদন্ড

বরগুনা পাথরঘাটায় মাদরাসা পড়ুয়া এক কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগে আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার এ আদেশ দেন।

 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও সুফল চন্দ্র গোলদার বলেন, ইভটিজিংয়ের শিকার এক মাদরাসার ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

দন্ড প্রাপ্ত আব্দুস সালাম পেশায় একজন রিকশাচালক। তিনি পাথরঘাটা পৌর শহরের হাসপাতাল সংলগ্ন আবাসনে বসবাস করেন।

 

জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী। তিনি মাদরাসায় আসা-যাওয়ার পথে আব্দুস সালাম তাকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দেয়।

 

বিষয়টি কিশোরী তার মাকে জানালে মঙ্গলবার তিনি মাদরাসা শিক্ষকদের সাথে কথা বলেন।

 

বিকেলে ছুটির সময় শিক্ষকদের সহায়তায় আব্দুস সালামকে আটক করে পুলিশ ও ইউএনওকে খবর দেয়া হয়।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version