-->
শিরোনাম

যৌনপীড়নের অভিযোগে এক ব্যক্তির জেল-জরিমানা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
যৌনপীড়নের অভিযোগে এক ব্যক্তির জেল-জরিমানা

নওগাঁয় যৌনপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে পনের দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

বুধবার নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

দন্ডিত ব্যক্তির নাম মোঃ বকুল হোসেন। তিনি নওগাঁর সাপাহার থানার বলদিয়াঘাট গ্রামের মৃত আঃ সালামের ছেলে। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত বকুল হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়।

 

আদালতে রাষ্ট্রপক্ষে বিশেষ পি.পি অ্যাডভোকেট মোঃ মকবুল হোসেন ও আসামী পক্ষে অ্যাডভোকেট মোঃ সাইদুর রহমান (৩) মামলা পরিচালনা করেন।

 

আদালত সূত্রে জানা যায়, বকুল হোসেন ২০১৩ সালের ১৮ অক্টোবর সাপাহার উপজেলার তোজাম্মেল হকের বাড়িতে ঢুকে মেয়ের জামাইয়ের সামনে তার মেয়ের হাত ধরে টানাটানি করে যৌনপীড়ন করেন।

 

পরবর্তীতে তোজাম্মেল হক ২০১৩ সালের ২২ অক্টোবর সাপাহার থানায় একটি এজাহার দায়ের করেন।

 

পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা আছে মর্মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

 

দুইপক্ষের সাক্ষ্য গ্রহণ বুধবার জনাকীর্ণ আদালতে বকুল হোসেনকে তিন বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে পনের দিন বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার রায় ঘোষণা করেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version