আরেক মামলায় জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

বিশেষ প্রতিনিধি
আরেক মামলায় জামিন পেলেন সাংবাদিক শামসুজ্জামান

রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

 

রোববার তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তার জামিন আবেদন মঞ্জুর করে মামলার ধার্য তারিখ পর্যন্ত জামিন দেন।

 

শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি জানিয়েছেন।

 

গত ২৯ মার্চ দুপুরে সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক ব্যক্তি তেজগাঁও থানায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলার বিবরণীতে কিবরিয়া নিজেকে রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা বলে উল্লেখ করেছেন।

 

তার স্থানীয় ঠিকানা নাটোরের সদর উপজেলায়।

 

এর আগে গত ৩ এপ্রিল রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাংবাদিক শামসুজ্জামানকে ২০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য