কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদন্ড

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যায় ৬ জনের মৃত্যুদন্ড

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১০ সালে কলেজ শিক্ষক সাইফুল আজম সুজনকে খুনের ঘটনায় ছয়জনের ফাঁসি দিয়েছে আদালত। এক যুগ আগে কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কলেজ শিক্ষক জাহিদুল আজম সুজনকে হত্যার ঘটনায় ছয় আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

 

কুমিল্লার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

 

দন্ডপ্রাপ্তরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার বারপাড়া এলাকার মো. জামাল হোসেন, মো. ইলিয়াছ মিয়া, জাকির হোসেন, মো. নয়ন মিয়া, কামাল হোসেন ও মিঠুন। রায় ঘোষণার সময় আদালতে জামাল, ইলিয়াস ও জাকির উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক।

 

মৃত্যুদন্ড ছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম ও জাকির হোসেন।

 

আইনজীবী জাকির হোসেন বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১০ সালের ৮ আগস্ট সাইফুল আজম সুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বাবা কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে অভিযোগপত্রে নয়জনকে আসামি করা হয়। পরে একজন মারা গেলে ওই তালিকা থেকে তার নাম বাদ পড়ে।

 

সবশেষ অভিযোগপত্রে আটজনের মধ্যে দুই নারীকে খালাস দিয়ে অন্যদের ফাঁসির রায় দিলেন বিচারক।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য