বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় গুলশানের একটি বাসা থেকে আমির খসরুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে বিকেলে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় জহির উদ্দিন স্বপনকে।
কনস্টেবল হত্যা মামলায় আজ তাদের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পরিদর্শক তরিকুল। অপরদিকে আসামীপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিপন জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জর করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভোরের আকাশ/আসা
মন্তব্য