নৌকা প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
নৌকা প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় শিক্ষা কর্মকর্তাকে শোকজ

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মমিন মন্ডলের পক্ষে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল রানা শিক্ষা কর্মকর্তাকে শোকজ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার সরকারি চাকরিজীবী হয়েও নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নৌকার প্রচার এবং ভোট দিতে চাপ সৃষ্টি করেছেন। তার এসব কার্যক্রমে নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়েছে।

শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারের বিরুদ্ধে নির্বাচনী বিধি-ভঙ্গের কারণে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেমর্মে আগামী ২৬ ডিসেম্বর দুপুর পৌনে ১টায় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য