সাউথ এশিয়ান ল'ইয়ার্স ফোরাম কুমিল্লা বার চ্যাপ্টারের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
সাউথ এশিয়ান ল'ইয়ার্স ফোরাম  কুমিল্লা বার চ্যাপ্টারের কমিটি অনুমোদন

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম (সাল্ফ) কুমিল্লা বার চ্যাপ্টারের কমিটি অনুমোদন দিয়েছেন সংগঠনের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূনাঙ্গ কমিটিতে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁঞাকে প্রেসিডেন্ট ও অ্যাডভোকেট আছিয়া মাহজাবিন খান নিশুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া ও অ্যাডভোকেট আতিক আব্বাসী ফরিদ । যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক মাসুম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাসুম কবির হিমেল ও অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসির আরাফাত রাজিব সাংস্কৃতিক, নাট্য ও আবৃত্তি সম্পাদক অ্যাডভোকেট মোতালেব হোসেন সাংস্কৃতিক সম্পাদিকা অ্যাডভোকেট নাজমা তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন মির্জা কামাল,দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আকাশ চৌধুরী।

মন্তব্য