-->
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা

খালেদা জিয়াসহ তিনজনের অব্যাহতি

অনলাইন ডেস্ক
খালেদা জিয়াসহ তিনজনের অব্যাহতি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকেও অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিচার চলবে।

মামলার অভিযোগে বলা হয়, বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে চুক্তি করায় সরকারের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করে।

দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম জানান, আদালত খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিলেও চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এছাড়া মামলার অন্যান্য আসামিদের মধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে মানবতাবিরোধী অপরাধ মামলায়। কয়েকজন আসামি বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেছেন।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, “এ মামলায় খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে হয়রানি করতে এ মামলা দায়ের করা হয়েছিল।”

অন্যদিকে, মামলার রায়ে প্রতিক্রিয়ায় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করেছে।”

উল্লেখ্য, ২০০৮ সালের ৫ অক্টোবর দুদক মামলাটির অভিযোগপত্র দাখিল করে। সময়ের সঙ্গে বেশ কয়েকজন আসামি মৃত্যুবরণ করায় তাঁদের নাম মামলার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন পলাতক রয়েছেন।

 

ভোরের আকাশ/রন

মন্তব্য

Beta version