বাংলাদেশের সকল মানুষকে পানযোগ্য নিরাপদ পানি বিনামূল্যে সরবরাহ করার প্রশ্নে আদালতকে আইনি সহায়তা করতে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ও একটি পরিবেশবাদী সংগঠনকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। নিয়োগ পাওয়া আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ মোরশেদ ও ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। আর সংগঠনটি হলো বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রোববার এই নিয়োগ দিয়েছেন।
জানা যায়, ২০২০ সালে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ একটি স্যুয়োমোটো রুল জারি করেন। রুলে বাংলাদেশের সকল মানুষকে নিরাপদ পানযোগ্য পানি বিনামূল্যে সরবরাহ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কেন আদেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। আজ ওই রুলের ওপর শুনানির একপর্যায়ে আদালত আইনগত সহযোগিতা করার জন্য তিন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন। নিয়োগকৃত অ্যামিকাস কিউরিরা দুই সপ্তাহ পরে এ বিষয়ে এ বিষয়ে তাদের বক্তব্য আদালতে তুলে ধরবেন বলে জানা গেছে।
এবিষয়ে নিয়োগপ্রাপ্ত অ্যামিকাস কিউরি ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, ‘প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার বা জীবনধারণের অধিকার আমাদের সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী একটি অন্যতম মৌলিক অধিকার। নিরাপদ খাবার উপযোগী পানি ছাড়া মানুষ জীবন ধারণ করতে পারে না, মানুষের মৃত্যু হয় এবং অনিরাপদ পানি সেবনের কারণে মানুষ দুরারোগ্য ক্যান্সার, ডায়রিয়াসহ ভয়াভয় রোগে আক্রান্ত হয়। অর্থাৎ নিরাপদ পানযোগ্য পানি মানুষের অন্য যেকোনো নাগরিক অধিকারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। কাজেই নিরাপদ পানযোগ্য পানির অধিকার সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের একটি মৌলিক অধিকার। বিশ্বের অনেক দেশে এ সংক্রান্ত সুস্পষ্ট আইন রয়েছে এবং অনেক দেশে নিরাপদ পানি পাওয়ার অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’ ব্যারিস্টার পল্লব আরও বলেন, ‘বিষয়টি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় একটি যুগান্তকারী মামলা যার মাধ্যমে দেশের সমগ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নতি হবে। কাজেই আদালতকে এ বিষয়ে সহযোগিতা করতে পারলে নিশ্চয়ই ভালো লাগবে।’
ভোরের আকাশ/মি
মন্তব্য