-->

ত্বকের যত্নে কফি স্ক্রাব

ট্রেন্ড ডেস্ক
ত্বকের যত্নে কফি স্ক্রাব

শুকিয়ে গেলে হালকা ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এবার দেখুন তো আগের চেয়ে সতেজ লাগছে কি না? চেহারার উজ্জ্বলতা ফেরানো এখন আগের চেয়ে সহজ। আপনার রান্নাঘরে পড়ে থাকা কয়েকটি জিনিস ব্যবহার করে বানানো স্ক্রাব ব্যবহার করলে চেহারার উজ্জ্বলতা ফেরাতে পারবেন মুহূর্তেই।

যা যা লাগবে-১. কফি পাউডার: এক চা চামচ২. চিনি: এক চা চামচ৩. অলিভ অয়েল: দুই টেবিল চামচ৪. ভিটামনি-ই ক্যাপসুল: দুটি

কফি পাউডার, চিনি এবং অলিভ অয়েল একটি পাত্রে নিন। ভিটামিন-ই ক্যাপসুল দুটি ফাটিয়ে পাত্রে ঢেলে দিন। উপাদানগুলো ভালো করে মেখে ব্লেন্ড করুন। যে স্ক্রাব তৈরি হলো সেটাকে মুখে আলতো করে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এবার দেখুন তো আগের চেয়ে সতেজ লাগছে কি না?

সপ্তাহে কমপক্ষে দুই দিন এটা ব্যবহার করলে ফিরে আসবে চেহারার উজ্জ্বলতা। নিয়মিত ব্যবহারে উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন।

মন্তব্য

Beta version