দুনিয়াজুড়ে কতই না দিবস আছে! বছরের তিনশ’ পয়ষট্টি দিনে যেন হাজারো দিবসের ভিড়। দেশে দেশে মানুষ নানান দিবস উদযাপন করলেও কিছু দিবস বৈশ্বিক, দেশ-কাল-পাত্রভেদেও একইভাবে উদযাপনের। যেমন, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। এমনই এক দিবস রোজ ডে- গোলাপ দিবস। আজ হ্যাপি রোজ ডে।
প্রতিবছর ফেব্রুয়ারির ৭ তারিখে উদযাপিত হয় রোজ ডে। দিবসটিতে প্রিয়জনকে মানুষ গোলাপ ফুল উপহার দিয়ে থাকে। গোলাপ দিয়ে প্রিয়জনের কাছে প্রকাশ করে হৃদয়ের কথা। তবে হাল-আমলে হাতের কাছে গোলাপ না পেলেও সমস্যা নেই। আছে ভার্চ্যুয়াল জগত। ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটস্অ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সুদৃশ্য গোলাপের ছবির সঙ্গে পাঠিয়ে দিতে পারেন ভালোবাসার কথা, কিংবা সুন্দর মুহূর্তের কোনো ছবি।
রোজ ডে মূলত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তথা ভ্যালেন্টাইনস ডে’র প্রাক-সপ্তাহ। সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে। সপ্তাহের পরবর্তী দিবসগুলো পর্যায়ক্রমে, প্রপৌজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে এবং কিস ডে। এরপরের দিনই ভালোবাসা দিবস। তো, রোজ ডে দিয়ে শুরু হোক, ভালোবাসায় ভালোবাসায় ভরে থাকুক আপনার পুরো সপ্তাহ।
মন্তব্য