গত ২২ মার্চ ২০২২ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৪৬টি বইয়ের প্রকাশনা উৎসব। তাম্রলিপি প্রকাশিত এসব বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. জাফর ইকবাল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। আরো বক্তব্য রাখেন সৃজনশীল প্রকাশক সমিতি থেকে ফরিদ আহমেদ এবং লেখকদের মধ্যে তিনজন। এই ৪৬টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৪৬টি গ্রন্থ প্রদর্শন করা হয়।
এসব গ্রন্থের লেখক ছিলেন আজহারুল আজাদ জুয়েল, আহমেদ মাওলা, শাহিন আলম, তাসনীম আলম, শান্তা পত্রনবিশ, এসএএম জিয়াউল ইসলাম, আজরীন আফরিন, মো. আবুল বাশার, আনোয়ার আহমেদ, সুমি আক্তার, মোশারফ হোসেন, রেজিনা বেগম, আহম্মেদ শরীফ, দিব্যদ্যুতি সরকার, সাজীব কুমার বণিক, রেহানা পারভীন, মোতাহার হোসেন মাহবুব, আহসানুল কোভিদ, রঞ্জনা বিশ্বাস, জগন্নাথ বড়ুয়া, মো. নুরনবী, মো. আনিসুর রহমান, মিঠুন সাহা,
মো. আরিফ উদ্দিন খান, এসএম তানভীর আহমদ, মীর মশাররফ হোসেন, মামুনুর রশিদ, তানভীর সালেহীন ইমন, আব্দুল্লাহ আল মোহন, তপন পালিত, মো. ফজলে রাব্বীর, মো. জাবির হোসেন, মনিরা জাহান সুমি, সিফাত উদ্দিন, মিথুন ব্যানার্জি, আফসানা ইসলাম, এএসএম বোরহানউদ্দিন, সত্যজিৎ রায় মজুমদার, ইমন সালাউদ্দিন, তপন বাগচী, তানভীর আহমেদ সিডনি, আব্দুল বাছির, জাকিয়া সুলতানা, আয়েশা হক, চৌধুরী শহীদ কাদের। কথাসাহিত্যিক সেলিনা হোসেন অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও তিনিই সভাপতিত্ব করছেন বলে ঘোষণা দেন তাম্রলিপি প্রকাশনীর কেএম তারিকুল ইসলাম রনি।
মন্তব্য