-->
শিরোনাম

সয়াবিনের বিকল্প ভোজ্যতেল

ট্রেন্ড ডেস্ক
সয়াবিনের বিকল্প ভোজ্যতেল

রান্নায় সবচেয়ে বেশি ব্যবহার হয় সয়াবিন তেল। কারণ এটি উদ্ভিজ্জ। এতে খুব সামান্য পরিমাণ চর্বি রয়েছে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও আমরা এর বিকল্প ভাবতেই পারি না। কেউ কেউ সরিষার তেলে রান্না করলেও তার সংখ্যা কম। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সয়াবিন তেলের দাম।

স্বাস্থ্য বিবেচনায় সয়াবিন তেলের বিকল্প ভাবা উচিত। কিছু তেল রয়েছে যা সয়াবিন তেলের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এগুলো স্বাস্থ্যকরও-

সরিষার তেল

সয়াবিন তেলের একটি সহজলভ্য বিকল্প সরিষার তেল। এতে মাত্র ৭ শতাংশ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এই তেলে ভিটামিন ‘ই’ এবং ‘কে’, উদ্ভিদ স্টেরলের মতো উপকারী উপাদান রয়েছে। হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। সরিষার তেলে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। সুস্বাস্থ্যের জন্য যা বেশ উপকারী।

 

 

নারিকেল তেল

আমাদের দেশে কেবল চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার করা হয়। বহু দেশেই কিন্তু রান্নার জন্যও এই তেল ব্যবহার করা হয়। খাবার হজম এবং দ্রুত দেহের শক্তি বৃদ্ধিতে দারুণ কাজ করে নারিকেল তেল। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এটি। কেক, কুকিজের মতো বেকিং পদের জন্যও এই তেল ব্যবহার করা হয়। তবে নারিকেল তেলে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকায় এটি পরিমিত খাওয়া উচিত।

সূর্যমুখী তেল

দেহের জন্য উপকারী সূর্যমুখী তেল। এটি বিপাক ক্রিয়া ত্বরান্বিত করে। হৃৎপিণ্ডজনিত রোগের ঝুঁকি কমায়। কোলেস্টেরলের মাত্রা কম থাকায় যারা ডায়েট করেন তাদের জন্য উপযোগী। সূর্যমুখী তেল উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। এতে থাকা অসম্পৃক্ত ফ্যাট দেহের ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়।

জলপাই তেল

রান্নায় জলাপাই তেল বা অলিভ অয়েলের ব্যবহারের ইতিহাস অনেক আগের। শত শত বছর ধওে ভূমধ্যসাগর অঞ্চলে এই তেল ব্যবহার করা হচ্ছে। জলপাই থেকে এই তেল তৈরি করা হয়। সয়াবিনের বিকল্প হিসেবে এই তেল ব্যবহার করা যায়। কোলেস্টেরল কম থাকায় এটি হৃৎপিণ্ডজনিত রোগের ঝুঁঁকি কমায়।

তিলের তেল

খুব একটা ব্যবহার দেখা না গেলেও রান্নার ক্ষেত্রে তিলের তেল হতে পারে দারুণ একটি বিকল্প। এটি সুস্বাদু ও স্বাস্থ্যকর। তবে বেকিংয়ের ক্ষেত্রে এই তেল এড়িয়ে চলাই ভালো। কারণ এটি সহজেই অন্যান্য স্বাদকে নষ্ট করে দিতে পারে।

চিনাবাদামের তেল

স্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় চিনাবাদামের তেল। চিনাবাদামের তেলে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে। এটি প্রাকৃতিকভাবে চর্বিমুক্ত। এটি রক্তনালিতে চর্বি জমা হ্রাস করে। সয়াবিনের পরিবর্তে এই তেল ব্যবহার করা যায়।

মন্তব্য

Beta version