-->

গরমে শিশুর আমবাত

ডা: উম্মে জহুরা
গরমে শিশুর আমবাত

শরীরের যেকোনো জায়গায় লাল বর্ণের চাকা হয়ে ফুলে ওঠে এর নাম Urticaria অর্থাৎ আমবাত। গরমের সময় এটি বেশি দেখা দেয়। মূলত গরমের রেস, এলার্জি থেকে আমবাত হয়। শিশুদের ক্ষেত্রে এ সময় বিশেষ যত্নবান হতে হবে।

আমবাতের লক্ষণ:

শরীর অত্যন্ত চুলকায়। চুলকানির পর জ্বালা করে এবং অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে এই ইরাপশন দেখা যায়। ২-৩ ঘণ্টার মধ্যে এই ইরাপশন মিলিয়ে যায় এবং একগুচ্ছ অন্যখানে হতে দেখা যায়। জানা অজানা কারণে এটি হতে পারে। সাধারণত দেখা যায়, এলার্জিক কারণে এটি বেশি হয়। একজনের এক এক খাদ্যের ওপর এলার্জিক দেখা যায়।

কারণ:

১. অধিক পরিমাণে গরুর মাংস, হাঁসের মাংস, হাঁসের ডিম, বেগুন, ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক ইত্যাদি খেলে

২. পেটে কৃমি, আমাশয়, ফাইলেরিয়া প্রভৃতি থাকলে।

৩. পচা মাছ-মাংস খেলে।

৪. কোনো ওষুধে রিয়্যাকশন হলে।

৫. কোনো কীট-পতঙ্গ ইত্যাদি কামড় দিলে।

 

আমবাতের হোমিওপ্যাথিক ওষুধগুলো:

Urtica urens, Apis mel, Arsenic alb, Dulcamara, Rhus- tox, Hydradtis can, Nux vom, Nuper lutiana etc. যেসব খাবার খেলে এলার্জিক প্রতিক্রিয়া দেখা দেয় সেজন্য সেসব খাবার বাদ দিতে হবে।

বি: দ্র: অনেকে ওষুধের শক্তি ও মাত্রা উল্লেখ করতে বলেছেন কিন্তু ওষুধের শক্তি ও মাত্রা নির্ভর করে রোগীর বয়স, রোগের ধরন, রোগের তীব্রতা, কতদিন ধরে রোগী রোগে ভুগছে প্রভৃতির ওপর নির্ভর করে। রোগীকে দেখে, কথা বলে, প্রকৃত সমস্যা জেনে ওষুধের শক্তি ও মাত্রা নির্ধারণ করতে হয়। তাই মাত্রা ও শক্তি উল্লেখ করিনি।

লেখক: ডা: উম্মে জহুরা, বিবিএস, এমবিএস, ডিএইচএমএস (বোর্ড স্ট্যান্ড প্রাপ্ত)

মন্তব্য

Beta version