-->

ফিস্টুলার হোমিও চিকিৎসা

ডা. উম্মে জহুরা
ফিস্টুলার হোমিও চিকিৎসা

ফিস্টুলা বা ভগন্দর হলো পায়ুপথের সাথে মলদ্বারের বাইরের অস্বাভাবিক সংযোগ।

প্রকারভেদ : ফিস্টুলা ৩ প্রকার।

  1. Complete fistula.
  2. Blind internal fistula.
  3. Blind external fistula.

 

ফিস্টুলার কারণ 

১। সাধারণত মলদ্বারের পাশের গ্রন্থি বন্ধ হওয়া এবং সংক্রমিত হয়ে (রহভবপঃবফ ) বিষ ফোঁড়া হয় এবং মলদ্বারের পাশ দিয়ে পুঁজ বের হয়। পরে মলদ্বারের ভিতরে ও বাইরে অস্বাভাবিক সংযোগ স্থাপন করে।

২। উদরাময়, অর্শ, আমাশয় ইত্যাদি পীড়াতে ক্রমাগত বেগ দেওয়ার কারণ মলদ্বার-আকুঞ্চক- পেশির সঞ্চালন হয়, তাতে ফিস্টুলা হয়।

৩। গুহ্যদ্বারের স্ট্রীকচার কিংবা ক্যানসার ইত্যাদি হতে ফিস্টুলা হয়।

৪। গুহ্যদ্বারের ভিতর (মিউকাস-মেম্ব্রেনে) ক্ষত হয়ে এটা ক্রমশ বৃদ্ধি হয়ে চামড়ার নিকটে এলে ফিস্টলা হয়।

৫। যক্ষা রোগীদের অনেক সময় ফিস্টুলা হয়।

ফিস্টুলার লক্ষণ 

১। মলদ্বারের বাইরে গোটা দেখা দেয়।

২। চামড়ার ওপর সরু ছিদ্র দিয়ে সর্বদা রস/পূঁজ বা পূঁজের মতো এক প্রকার তরল পদার্থ বের হয়ে থাকে ।

৩। বাহ্যের সময় বা অন্য সময়েও মলদ্বার দিয়ে পূঁজ বের হয়।

৪। একবার বেশ ধীরে ধীরে প্রদাহ কমিয়া যায়, আবার কিছুদিন পর প্রদাহ হয়ে ফোঁড়ার মতো হয় ও ফেটে যায় । পূঁজের পরিমাণও বেশি হয়, মনে সর্বদাই অশান্তি।

৫। আক্রান্ত স্থানে ব্যথা হওয়া। চলবার সময় ও বাহ্যের সময় বেদনা অধিক বোধ হওয়া ।

 

ফিস্টুলার হোমিওপ্যাথি ওষুধ : লক্ষণ অনুযায়ী নিম্নোক্ত ওষুধগুলো প্রয়োগ করা হয়

১. Silicea : পূঁজ পাতলা ও দুর্গন্ধ। বেড়াবার সময় কিংবা বাহ্যের সময় খোঁচা মারা বেদনা।

২. Acid Flour : ইহা সাইলিসিয়ার একটি এন্টিডোট ও ফিস্টুলায় উপকারী।

৩. Berbaris : স্পর্শে বেদনা, বসিতে কষ্ট, মলদ্বার চুলকায়।

৪.Sulpher : মলদ্বার ফোলে, দপ্ দপ্ করে, মল ত্যাগের পর ছুরি বেঁধার মতো বেদনা।

৫. Heper sulph : ফিস্টুলা খুব বেদনাদায়ক এবং কিছুদিন ব্যথা থাকে। পরে হঠাৎ করে তা স্ফোটকে পরিণত হলে ব্যথা কমে স্ফোটকটি দ্রæত ফেটে যায় এবং রোগী উপশম বোধ করে।

৬. Myristica : এর ব্যথা যন্ত্রণা হিপার অপেক্ষা ও অধিক প্রবল। বেদনা যন্ত্রণা অত্যন্ত অধিক থাকিলেও হিপারে উপশম না হলে এটা প্রয়োগ করা হয়।

৭.Phosphorus : ফিস্টুলার সহিত ফুসফুসের কোনো দোষ থাকলে। ফসফরাস ধাতুর ব্যক্তিগণের মলদ্বারে ক্ষত ও পূঁজ রক্ত নিঃসরণে।

৮. Causticum : মলদ্বারে হঠাৎ বিদ্ধকর বেদনা, স্পর্শে যন্ত্রণা, মলদ্বাওে চুলকানি।

৯. Hydrastis can : কোষ্ঠবদ্ধসহ অর্শ, ক্ষত তৎসহ দুর্গন্ধ মল নিঃসরণ থাকিলে।

১০. Lachasis : মাতালদের ও পুরাতন ফিস্টুলায়।

১১. Ratanhia: বাহ্যের পূর্বে ও সময়ে জ্বালা অনেকক্ষণ পর্যন্ত ব্যথা, মলদ্বার দিয়ে রস ঝরে

১২. Acid nit : বাহ্যের সময় ও পরে ভয়ানক জ্বালা, মলদ্বার ফাটে ও ঘা হয়।

১৩. Paeonia: মলদ্বারে সর্বদাই রস ঝরে, পূঁজ পড়ে, মলদ্বার ভিজা থাকে বেদনা।

১৪. Graphitis : মলদ্বারে ফাটা ঘা, রক্ত-রস পড়া।

১৫. Aurum mur : পূঁজ শীঘ্র শুকায় না। পূঁজ পাতলা রসানি অথবা কলতানির মতো, রক্ত মিশ্রিত, অত্যন্ত দুর্গন্ধ।

বি : দ্র : চিকিৎসকের পরামর্শ ব্যতীত কেউ ওষুধ খাবেন না।

 

লেখক: ডিএইচএমএস (বোর্ড স্ট্যান্ড প্রাপ্ত)

মন্তব্য

Beta version