-->

প্রাকৃতিক কীটনাশক

ট্রেন্ড ডেস্ক
প্রাকৃতিক কীটনাশক

বারান্দা বা ছাদবাগানের জন্য বাজারের কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করুন। এগুলো প্রকৃতিবান্ধব এবং ঘরেই তৈরি করা সম্ভব।

ডিটারজেন্ট ও পানির মিশ্রণ: পানির সঙ্গে ডিটারজেন্ট ভালোমতো মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। তারপর গাছে ছিটিয়ে দিন। গাছে অনেক সময় ছোট ছোট সাদা পোকা আসে। সেগুলো দূর করবে এই কীটনাশক।

 

রসুনের পানি: একটা গোটা রসুন বেটে বা ব্লেন্ড করে এক ঘণ্টা রেখে দিন। তারপর ছেঁকে রস বের করে তার সঙ্গে ১ টেবিল চামচ তরল সাবান মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। একটু পানি মেশান। আক্রান্ত পাতার দুই পাশেই স্প্রে করুন এই কীটনাশক।

 

আদা ও মরিচ বাটা মেশানো পানি:  একটি স্প্রে বোতলে পানির সঙ্গে আদার রস ও মরিচ বাটা মিশিয়ে নিন। এই মিশ্রণ গাছে স্প্রে করুন। এই স্প্রে আপনার গাছকে বিভিন্ন পোকামাকড়ের সংক্রমণ থেকে রক্ষা করবে।

সূত্র: এনডিটিভি ফুড

মন্তব্য

Beta version