ফুলের নির্যাস ব্যবহার করে যত্ন নিতে পারেন ত্বকের। ফুল দিয়ে তৈরি প্যাক নিয়মিত ব্যবহার করলে ফুলের মতোই তাজা, উজ্জ্বল, মসৃণ ও বলিরেখাহীন ত্বক পাবেন।
গোলাপ ও গ্লিসারিনের প্যাক: সামান্য পানি মিশিয়ে ৮টি গোলাপের পাপড়ি বেটে নিন। এবার অল্প দুধ ও গ্লিসারিন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
গোলাপ ও ওটমিলের প্যাক: ব্লেন্ডারে খানিকটা ওট গুঁড়া করে নিন। পরিমাণমতো গোলাপের পাপড়ির পেস্ট ও বেসন মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নির্জীব ত্বকে ফিরবে প্রাণ।
জবা ফুলের প্যাক: জবা ফুলের পাপড়ি বেটে চালের গুঁড়া মিশিয়ে লাগান ত্বকে। এই প্যাক ত্বকের অতিরিক্ত তেল দূর করে উজ্জ্বল ও মোলায়েম করবে ত্বক।
গাঁদা ফুলের প্যাক: কয়েকটি গাঁদা ফুলের পাপড়ি ফেলে পানি ফুটিয়ে নিন। পানি ছেঁকে মধু ও আমন্ড অয়েল মিশিয়ে ব্যবহার করুন টোনার হিসেবে।
মন্তব্য