-->

ওষুধেই সারবে স্তন ক্যানসার

ট্রেন্ড ডেস্ক
ওষুধেই সারবে স্তন ক্যানসার

গবেষণা বলছে, প্রতি আটজনের মধ্যে একজন নারী স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। বাদ যাচ্ছেন না পুরুষরাও। ভারতের পরিসংখ্যানও বেশ উদ্বেগজনক। দেখা গেছে, প্রতি ২২ জন ভারতীয় মহিলাদের মধ্যে একজন স্তন ক্যানসারে আক্রান্ত হন। আবার বিশ্বে যেখানে স্তন ক্যানসারে আক্রান্তদের গড় বয়স প্রায় ৫০ বছর, সেখানে ভারতে ২০-৩০ বছরের মহিলারাও আক্রান্ত হচ্ছেন এই রোগে।

স্তন ক্যানসার এমন এক ধরনের ক্যানসার, যার রেডিয়োথেরাপি, সার্জারি, কেমোথেরাপি এবং হরমোনাল থেরাপির মতো বিভিন্ন পদ্ধতির সংমিশ্রণে চিকিৎসা করা হয়ে থাকে। ঠিক সময় ধরা পড়লে এই ধরনের ক্যানসার সম্পূর্ণ নিরাময়যোগ্য। এবার স্তন ক্যানসারের চিকিৎসা সম্ভব ওষুধের মাধ্যমেই, দাবি করছে লন্ডনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।

স্তন ক্যানসারে আক্রান্ত ইংল্যান্ডের হাজার হাজার মহিলা এনএইচএস-এর একটি নতুন ওষুধ থেকে উপকৃত হবেন। তা রোগটি ফিরে আসার ঝুঁকি অনেকটাই হ্রাস করবে বলে মনে করছেন তাঁরা। ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স’ (নাইস) অ্যাবেমাসিক্লিবক নামক ওষুধটিকে বাজারে আনার ছাড়পত্র দিয়েছে।

এই ওষুধ টিউমার অপসারণের পরে স্তন ক্যানসারে ফিরে আসার আশঙ্কা হ্রাস করবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

Beta version