-->

ত্বকের যত্নে গ্লিসারিন

অনলাইন ডেস্ক
ত্বকের যত্নে গ্লিসারিন

আজকাল বাজারে একাধিক ভাল প্রসাধনী পণ্য পাওয়া যায়, যা ত্বকের খেয়াল রাখে। গ্লিসারিনের মধ্যে ট্রাই-হাইড্রক্সি অ্যালকোহল থাকে। তাই এটি যে কোনও ধরনের ত্বকের উপর ভাল করে কাজ করতে পারে। এই বর্ণহীন আর গন্ধহীন প্রাকৃতিক উপাদানটি ত্বককে কোমল ও মসৃণ রাখতে সাহায্য করে। এখন যে হারে প্রসাধনী পণ্যের চাহিদা বেড়েছে, তার মধ্যে হারিয়ে যাচ্ছে গ্লিসারিন।

 

গ্লিসারিন ব্যবহারের নিয়ম চলুন জেনে নেয়া যাক: 

১) সরাসরি ত্বকের উপর গ্লিসারিন ব্যবহার না করাই ভাল। এর চেয়ে আপনি গোলাপ জলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ত্বকে মাখতে পারেন। এছাড়াও অ্যালোভেরা জেলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।

 

২) গ্লিসারিন ব্যবহারের আগে অবশ্যই ত্বক ভাল করে পরিষ্কার করে নেবেন। ত্বক পরিষ্কার করার জন্য মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন।

 

৩) গ্লিসারিন যুক্ত ফেসপ্যাক ব্যবহারের পর ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করুন। এতে ত্বক কোমল থাকবে।

 

৪) তৈলাক্ত ত্বকের ব্যক্তিরাও গ্লিসারিন ব্যবহার করতে পারেন। এক চামচ গ্লিসারিন ও এক চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে লাগাতে পারেন।

 

৫) অতিরিক্ত শুষ্ক ত্বক হলে, এক চামচ কাঁচা দুধের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে নিয়ে ত্বকে লাগান। এতে ত্বক কোমল থাকবে।

 

৬) গ্লিসারিনকে মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করতে পারেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে গ্লিসারিন দিয়ে মুখ পরিষ্কার করে নিলেই ত্বকের জেল্লা বাড়বে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version