করোনাভাইরাসের নতুন করে সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠান সীমিত পরিসরে করার কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ জানুয়ারি) জারি করা নির্দেশনা অনুযায়ী সব ধরনের অনুষ্ঠানে জনসমাবেশ ও নিমন্ত্রণের সর্বোচ্চ সীমারেখা ১০০ জন। তবে যাদের কাছে টিকা সনদ রয়েছে কেবল তারাই এসব অনুষ্ঠানে যোগ দিতে পারবেন এবং অনুষ্ঠানস্থলে টিকা কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
এদিন স্কুল-কলেজ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখাসহ মাস্ক ব্যবহার, এবং সারাদেশে নজরদারির নির্দেশনাও জারি হয়েছে।
সরকারি নির্দেশনাগুলো হলো- ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যাঁরা যোগদান করবেন, তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। অন্য নির্দেশনাগুলো হচ্ছে সরকারি-বেসরকারি অফিস, শিল্পকারখানায় কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবে। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সব ধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এসব নির্দেশনা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজরদারি করতে বলা হয়েছে।
মন্তব্য