-->

সোমবার থেকে অর্ধেক জনবলে চলবে অফিস

নিজস্ব প্রতিবেদক
সোমবার থেকে অর্ধেক জনবলে চলবে অফিস
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

করোনাভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলায় আগামীকাল সোমবার (২৪ জানুয়ারি) থেকে সব অফিস অর্ধেক জনবল নিয়ে পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ইমেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্য মাধ্যম) সম্পন্ন করবেন।

আদালতসমূহের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় নির্দেশনা জারির কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এছাড়াও ব্যাংক/বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব সচিব/সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।

এর আগে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

মন্তব্য

Beta version