-->
শিরোনাম

পরিবেশ রক্ষায় অভ্যাস পরিবর্তন জরুরি: উপমন্ত্রী নাহার

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ রক্ষায় অভ্যাস পরিবর্তন জরুরি: উপমন্ত্রী নাহার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। ফাইল ছবি

পরিবেশ রক্ষায় ইউরোপের সঙ্গে নিজেদের তুলনা করতে হলে আগে নিজেদের অভ্যাসে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘শিক্ষা, সচেতনতা ও নির্মল পরিবেশ’ স্লোগানে পরিবেশ ক্লাব বাংলাদেশ ২য় বর্ষপূর্তি উদযাপন-২০২২ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে।

উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘আমরা অবশ্যই নিজেদের যেকোনো উন্নয়নে ইউরোপের দেশগুলোর সঙ্গে তুলনা করব। কিন্তু তাদের মতো হতে হলে আগে নিজেদের অভ্যাসের পরিবর্তন জরুরি। নিজেদের আগে তাদের মতো পরিবেশ সচেতন হতে হবে।’

পরিবেশ ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চিফ মেন্টর অধ্যাপক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ডিন ড. মো. ওসমান গনী, ঢাকা বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট বন অধিদপ্তর পরিচালক এএসএম জহির উদ্দিন আকন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষণা কর্মকর্তা গাজী মোহাম্মদ নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ‘আমরা যদি অর্থ বরাদ্দ না পাই, তাহলে বাঘের হিসাব কী করে রাখব? সেখানে অনেক টাকার প্রয়োজন। আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের গণ্যমান্য ব্যক্তি রয়েছেন।

‘তাদের মধ্যে কেউ একজন বলেছেন, পৃথিবীর যেসব দেশে বাঘ নাই, তারা কি বাঁচে না? এখন আমাদের দেশের শিক্ষিত মানুষের এই অবস্থা, তাহলে স্বল্প শিক্ষিত মানুষ কি বলবে?’

ছোট বেলা থেকেই সবাইকে পরিবেশ নিয়ে সচেতন হতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রাইমারি স্কুল থেকেই এই সচেতনতা সৃষ্টি করতে হবে।’

পরিবেশ কেউ এককভাবে পরিবর্তন করতে পারবে না বলেও মন্তব্য করেন পরিবেশ উপমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার জন্য শিক্ষার্থীসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য

Beta version