-->
শিরোনাম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখন আমাদের কাছে টপ ইস্যু: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখন আমাদের কাছে টপ ইস্যু: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘এপ্রিল মাসে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক রয়েছে। এ ধরনের বৈঠকগুলোতে বাড়তি ইস্যু হিসেবে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। কারণ এটা এখন আমাদের কাছে টপ ইস্যু।’

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজনীতির কালচারটা ভিন্ন। তাদের সঙ্গে যুক্ততা তৈরিতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো আমরা নেবো।’

আরও বলেন,‘১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে আমরা অনেক কিছুই করেছি বা করছি। ইউরোপীয় ইউনিয়নে প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে ২০২৬ সালের পরে ইইউর সঙ্গে আমাদের সম্পর্ক নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইস্যুতে অন্য কোথাও এর কোনো ধরনের প্রভাব নেই উল্লেখ করে বলেন, ‘র‌্যাব গঠন ও প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রই সহযোগিতা করেছে। র‌্যাবের সফলতার ওপর বাংলাদেশের জনগণের নির্ভরতা অনেক। এই ইস্যুতে অনেক উড়ো খবর বেরিয়েছে যে আরও নিষেধাজ্ঞা আসছে। এটা আমি উড়িয়ে দিতে চাই। যে নিষেধাজ্ঞা এসেছে- তাতে র‌্যাব ও তাদের কর্মকর্তাদের প্রটেক্ট করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব।’

শাহরিয়ার আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও স্টেট ডিপার্টমেন্ট থেকে আলাদা-আলাদাভাবে নিষেধাজ্ঞা এসেছে। আমরা এ বিষয়েও তাদের কাছে জানতে চেয়েছি। এর পরিধি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা পদক্ষেপ নিচ্ছি। এখনই  এ নিয়ে বিস্তারিত জানাতে চাচ্ছি না।’

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে যাবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপেও তিনি বিষয়টি পরিষ্কার হয়েছেন বলেও যোগ করেন।

বিরোধী দল দমনে কখনোই র‌্যাবকে ব্যবহার করা হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকেই এটাকে পুঁজি করে সস্তা রাজনীতি করার চেষ্টা করেছেন, কিন্তু তা হালে পানি পায়নি। বিএনপি-জামায়াতের অপচেষ্টাগুলো দৃশ্যমান হয়েছে।’

রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান জোটের সহযোগিতা জোরদার প্রসঙ্গে বাংলাদেশের সক্রিয়তা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সামনের দিনে আমরা আমাদের সক্রিয়তা আরও বাড়াবো। বাংলাদেশ আসিয়ানের সদস্য না হলেও সদস্য দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছে।’

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ কোনো পক্ষ নিচ্ছে না বলেও জানান শাহরিয়ার আলম। কারণ, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো- ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়।’

মন্তব্য

Beta version