প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে নিয়োগ দিতে অনুসন্ধান কমিটির কাছে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ।
আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ মন্ত্রিপরিষদ বিভাগে এই নামের তালিকা জমা দেন।
এ সময় সঙ্গে ছিলেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
তালিকা জমা দিয়ে সেলিম মাহমুদ গণমাধ্যমকে জানান, দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ওই তালিকা করা হয়েছে।
তালিকায় কাদের নাম আছে, তা তারা জানেন না। সিলগালা করা খামে নামের তালিকা জমা দিয়েছেন।
তারা শুধু বাহক হিসেবে নামের তালিকাযুক্ত এই চিঠি অনুসন্ধান কমিটির কাছে জমা দিয়েছেন।
মন্তব্য