-->

এইচএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
এইচএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হন্তান্তর করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মূল অনুষ্ঠানটি হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি সব বোর্ডের প্রধানের কাছ থেকে এবারের ফলের অনুলিপি গ্রহণ করেন।

ওমিক্রন সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ফল অনলাইনে প্রকাশ করা হবে। ফল জানার অপেক্ষায় আছে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী।

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দীর্ঘদিন অপেক্ষার পর বোর্ড পরীক্ষাটি ২ ডিসেম্বরে শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হয়। এবার সময় ও নম্বর কমিয়ে গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর দিয়ে ফলাফলে যোগ করা হয়।

২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এ হিসেবে গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।

 

মন্তব্য

Beta version