পাঁচ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

কূটনৈতিক প্রতিবেদক
পাঁচ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া
বাংলাদেশ-রোমানিয়া

পাঁচ হাজার বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, দক্ষিণ-পূর্ব ইউরোপের এ দেশটির কোন দূতাবাস নেই বাংলাদেশে। তাই দেশটি থেকে ছয় দস্যের একটি প্রতিনিধি দল ভিসা ইস্যু করার জন্য আগামী মার্চে ঢাকায় আসবে।

মন্ত্রী জানান, প্রতিনিধি দলটি বাংলাদেশে তিন মাস অবস্থান করবেন এবং এই সময়ের মধ্যে তারা পাঁচ হাজার বাংলাদেশির ভিসা প্রক্রিয়া সম্পাদনা করবেন। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন পেয়েছে দেশটি। ঢাকায় রোমানিয়ার দূতাবাস না থাকায় নয়া দিল্লিতে রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশির ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হতো।

গত অক্টোবরে বাংলাদেশ ও রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। সেই সময় পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার সেবার জন্য রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব করেন। দেশটি সেই প্রস্তাব গ্রহণ করে।

এর ফলে এই প্রথম কোনো দেশে প্রতিনিধি দল পাঠিয়ে ভিসা ইস্যু কার্যক্রম পরিচালনা করবে রোমানিয়া।

মন্তব্য