-->

হিন্দু নারীর পিতার সম্পদ না পাওয়া কেন অসাংবিধানিক নয় : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
হিন্দু নারীর পিতার সম্পদ না পাওয়া কেন অসাংবিধানিক নয় : হাইকোর্ট
হাইকোর্ট

হিন্দু নারীদের পিতার সম্পদের ভাগ না পাওয়া কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইন সচিবসহ আটজন বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

পিতার সম্পদের ভাগ না পাওয়া আইনি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে বনানীর বাসিন্দা মৃত অশোক দাস গুপ্তের মেয়ে ব্যবসায়ী অনন্যা দাস গুপ্তের করা এক রিট আবেদনে এ আদেশ দেন আদালত।

মন্তব্য

Beta version