-->

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে যত নাম

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে যত নাম

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে যাদের নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করা হয়েছিল, সেসব নাম থেকে ৩২২ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। গতকাল সোমবার রাত ৮টায় মন্ত্রি পরিষদ বিভাগের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাবিদ, সাবেক সচিব, প্রকৌশলী, চিকিৎসক, অর্থনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাবেক দুই প্রধান বিচারপতিসহ বর্তমান ও সাবেক বিচারপতি এবং প্রবাসীরা। তালিকায় সাবেক আমলা ও জেলা ও দায়রা জজের প্রাধান্য রয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও রয়েছেন। তালিকায় ১০৮ সাবেক আমলা আছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন ২৫ জন। বর্তমান ও সাবেক বিচারপতি রয়েছেন ১৪ জন। সাংবাদিক আছেন ৬ জন। সাবেক জেলা ও দায়রা জজ রয়েছেন ২৪ জন। এ তালিকায় আইনজীবীর সংখ্যা ২৪। তালিকায় একজনের নাম একাধিকবার এসেছে।

তালিকায় যাদের নাম ইসিতে নিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন অজয় দাশ গুপ্ত সাংবাদিক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সুফিয়া রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকমের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়িদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক।

তালিকায় আরও রয়েছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, অ্যাড. মো. আব্দুল মোতালেব মিয়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী এম শামীম জেড বসুনিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ, সাবেক সচিব আবু আলম শহীদ খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক এ কে এম মোস্তফা জামান, অধ্যাপক জাকিয়া পারভীন, বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সালেহ মাহফুজুল বারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুল আউয়াল বিশ্বাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এ মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী খসরুল আলম কুদ্সী।

তালিকায় আরও নাম এসেছে সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমা শাহীন, অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, শিক্ষাবিদ অধ্যাপক ড. জহুরুল আলম, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিমুর রহমান, সাবেক সচিব অশোক কুমার বিশ্বাস, সাবেক সচিব আখতারী মমতাজ, সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান, সাবেক বিচারপতি আব্দুর রশিদ, সাবেক বিচারপতি আবু বকর সিদ্দিকী, আইনজীবী আবুল হাশেম, সাবেক সচিব উজ্জল বিকাশ দত্ত, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব এ কে এম মনোয়ারা হোসেন আখন্দ, অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এম হাসান ইমাম, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এস এম আব্দুল ওয়াহাবের।

এছাড়াও তালিকায় আছেন অবসরপ্রাপ্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হারুন-অর-রশীদ, কোষাধ্যক্ষ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের এয়ার কমান্ডার (অব.) ইসফাক ইসলাম চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার এয়ার কমোডর শফিক এলাহী, সাবেক সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সাবেক সচিব কামরুন নাহার, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, কৃষিবিদ এ কে এম সাইদুল হক চোধুরী, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সাবেক নির্বাহী চেয়ারম্যান ওয়ারেস কবির, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. আফজাল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স এর সাবেক ভিসি প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেবনাথ, কৃষিবিদ প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম, সাবেক অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, কৃষিবিদ মো. এমদাদুল হক চোধুরী, সাবেক সচিব মো. নুরুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি কৃষিবিদ মো. মোখলেছুর রহমান, সাবেক দায়রা জজ খান মো. আবদুল মান্নান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (অব.) খোন্দকার মিজানুর রহমান, সচিব (অব.) খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গাজী মো. মহসিন, অতিরিক্ত সচিব (অব.) জালাল আহমেদ, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া।

তালিকায় নাম আছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সাবেক সচিব অপরূপ চৌধুরী, সাবেক সচিব অশোক মাধব রায়, আইনজীবী আব্দুল্লাহ শাহাদাত খান, সাবেক সচিব আব্দুল মালেক মিয়া, এডাব চেয়ারপারসন আব্দুল মতিন, আইনজীবী আব্দুল হালিম, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, সাবেক তথ্য সচিব আবদুল মালেক, সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রবাসী আশরাফ আলী, পিএসসির সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সাবেক অতিরিক্ত সচিব ইসরাইল হোসেন, আইনজীবী এ এ এম মনিরুজ্জামান, ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান এ এইচ এম সাদিকুল হক, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল এ কে এম শামসুল ইসলাম, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এফ এম ইসমাইল চৌধুরী, অবসরপ্রাপ্ত সচিব এ এল এম আব্দুর রহমান এনডিসি, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম, আইনজীবী এজাজুর রসুল।

নাম আছে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, সাবেক অতিরিক্ত সচিব এম জানিবুল হক, বাংলাদেশ হাইকমিশন লন্ডনের সাবেক রাষ্ট্রদূত এম এ হাসান, সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল-আজাদ, বিশিষ্ট শিল্পপতি ইউনিমেড ইউনিহেলথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেনের।

তালিকায় নাম এসেছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম রেজাউল করিম, বিটিভির সাবেক মহাপরিচালক এস, এম, হারুন-উর-রশীদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব এস, এম আব্দুল ওয়াহাব, সাবেক অতিরিক্ত সচিব জনাব কালাচাঁদ মণ্ডল, ফ্রি-ল্যান্স কনসালট্যান্ট জ্যোতি বিকাশ বড়ুয়া, সাবেক সচিব জিল্লার রহমান, জেনারেল (অব.) জামিল ডি আহসান বীর প্রতীক পিএসসি (অব.), অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলি, সাবেক অধ্যাপক জহুরুল আলম, শিক্ষাবিদ ড. এম শমসের আলী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ড. মো. নাসির উদ্দিন।

বিশাল এ তালিকায় আরো নাম এসেছে অবসরপ্রাপ্ত সচিব তারিক-উল-ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীপক কুমার দত্ত, প্রাক্তন মুখ্য সচিব নজিবুর রহমান, কবি ফিরোজা আক্তার, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূইয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইদুর রহমান খান, এনডিসি, পিএসসি, সাবেক জেলা ও দায়রা জজ বেলায়েত হোসেন, সাবেক অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন, সাবেক সচিব মিকাইল শিপার, সাবেক সিনিয়র সচিব মেসবাহুল আলম, সাবেক জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ, আইনজীবী মো. আবু বাকার সিদ্দীকী খান, সাবেক যুগ্মসচিব মো. আবুল কাশেমের।

তালিকায় আরো আছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইফসুফ মোল্লা, সাবেক অতিরিক্ত সচিব মো. জানিবুল হক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সদস্য (আইন) মো. দলিল উদ্দিন, অব. সচিব মো নাসির উদ্দিন আহমেদ, অব. অতিরিক্ত সচিব মো. মুস্তাফিজুর রহমান, ট্যুর অপারেটর ও টুরিজম স্কলার মো. রাফিউজ্জামান, পিএসসির সাবেক সচিব মো. শাহজাহান আলী মোল্লা, সাবেক সিনিয়র সচিব মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সচিব মোস্তাফিজুর রহমান, সাবেক সচিব মোস্তফা কামাল, সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আব্দুল করিম, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট মোহাম্মদ জামিল খান, এফবিসিসিআই-এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, ট্যাক্স কনসালটেন্সি অ্যান্ড অ্যাকাউনট্যান্ট মোহাম্মদ মজিবুর রহমান, প্রবাসী মোহাম্মদ মজিবুর রহমান (মুজিব), সিনিয়র জেলা দায়রা জজ অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিউল আজম, সাংবাদিক মুহাম্মদ ইকবাল সোবাহান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহফুজুর রহমান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা।

তালিকায় আছেন সাবেক সিনিয়র সচিব মো. আনিসুর রহমান, এনডিসি সাবেক সচিব মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক সচিব মো. আনসার আলী খান, জেলা ও দায়রা জজ মো. আফতাব উদ্দিন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল মজিদ, গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত ঐক্যপরিষদের সাবেক সদস্য সচিব মো. আব্দুল হাই, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মো. আব্দুল মোতালিব মিয়া, সাবেক জেলা ও দায়রা জজ মো. আব্দুস সামাদ, আইনজীবী মো. আবুল হাশেম, জনস্বাস্থ্য রক্ষা জাতীয় কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম বুলু, অবসরপ্রাপ্ত সচিব মো. আলমগীর, সিএসিসি মো. ইকবাল হোসেন, সাবেক সচিব মো. ইদ্রিস মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অব. মো. ওয়াসিউজ্জামান আখন্দ, সাবেক সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, সাবেক সচিব মো. কুদ্দুস খান, অ্যাড মো. গোলাম মোস্তফা, সাবেক সচিব মো. নূর উর রহমান, সাবেক সচিব মো. নুরুন্নবী তালুকদার, আইনজীবী মো. নুরুল ইসলাম চৌধুরী, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা, মো. মাহাবুবুর রহমান দুলাল, অবসরপ্রাপ্ত ডিআইজি মঞ্জুর কাদের খান, কনসালট্যান্ট মো. সামসুল আরেফিন আরিফ, পিআরএল অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া, পিআরএল সিনিয়র সচিব মো. শহিদুজ্জামান।

তালিকায় নাম এসেছে সাবেক সচিব মো. হুমায়ুন খালিদ, সাবেক সচিব রওনক মাহমুদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রোকসানা কাদের, সাবেক সচিব শ্যামল কান্তি ঘোষ, অবসরপ্রাপ্ত জেলা জজ শামসুন নাহার বেগম, আইসিবি-এর প্রেসিডেন্ট শাহদত হোসেন, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসিরউদ্দিন, মানবাধিকার কর্মী স্বপন কুমার সরকার, ব্রিগেডিয়ার জেনারেল অব. সাইদুর রহমান খান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাড. সাইদ মাহেমেন বকশ, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফাইনান্সিং কোম্পানির কান্ট্রি ডিরেক্টর শাখাওয়াত খান, সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী সেলিমা খাতুন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, অবসরপ্রাপ্ত সচিব হেলালউদ্দিন আহমেদ, এডিটোরিয়াল কনসালট্যান্ট হেলাল কবির চৌধুরী, সাবেক সিনিয়র জেলা জজ হোসেন শহীদ আহমেদ, অর্থনীতিবিদ ড. আতিউর রহমানের।

তালিকায় আছেন পিএসসির সাবেক সদস্য ড. আনোয়ারা বেগম, সাবেক যুগ্ম সচিব ড. আফরোজা পারভীন, অধ্যাপক ড. আব্দুলাহ আল মারুফ, অর্থনীতিবিদ হাসান মনসুর, অ্যাডভোকেট ড. এ কে এম আখতারুল কবীর, সিনিয়র জেলা দায়রা জজ ড. এ কে এম আবুল কাসেম, অধ্যাপক ড. জ্যোতিপ্রকাশ দত্ত, সাবেক সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, ড. ডালেম চন্দ্র বর্মণ, অধ্যাপক তাসমিন সিদ্দিকী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, অধ্যাপক ড. নাজমা শাহীন, অধ্যাপক ড. নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী, ড. বিনায়ক সেন, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার, অধ্যাপক ড. মেঘনা গুহ ঠাকুরদা, অ্যাডভোকেট ড. মোহাম্মদ শাহজাহান, সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ, সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, সিনিয়র পরিচালক ড. মোহাম্মদ আবদুল আলিম, জেলা দায়রা জজ অব. ড. মোহাম্মদ শাজাহান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রো ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, অ্যাড ড. শাহদিন মালিক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার।

তালিকায় নাম আছে বাংলাদেশ মহিলা পরিষদের প্রেসিডেন্ট ড. ফৌজিয়া মুসলিম, ডা. নাজমুন নাহার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ড. সারোয়ার আলী, ডা. মোহাম্মদ নাসিমুল ইসলাম, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ড. মোহাম্মদ সিরাজ দৌলা, অ্যাডভোকেট ডি এইচ এন মনিরুদ্দিন, মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ড. মোহাম্মদ শফিকুর রহমান, জেলা দায়রা জজ অব. দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ, ড. আবুল কাসেম ফজলুল হক, বিপিএসসি সাবেক সদস্য ড. এস এম আনোয়ারা বেগম, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, পিএসসির সাবেক সদস্য ড. ফরিদা আবিদ খানম, অধ্যাপক ড. আবদুল আউয়াল, শিক্ষাবিদ ড. মজনু, ঢাবির সাবেক প্রো ভিসি নাসরিন আহমেদ, ব্যাংকের নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার দাস, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী, বিটিআরসির সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, বিইউপির সাবেক ডিন ব্রিগেডিয়ার জেনারেল অব. মোহাম্মদ রেফায়েত উল্যাহ, ব্রিগেডিয়ার জেনারেল অব. আব্দুল আল আযাহার, ব্রিগেডিয়ার জেনারেল অব. আবদুস সোবহান সাদেক, বিচারপতি অব. আবু বক্কর, বিচারপতি অব. আবু বক্কর সিদ্দিকী, সাবেক বিচারপতি নাজমুল আরা সুলতানা, সাবেক বিচারপতি বোরহান উদ্দিন, সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, সাবেক বিচারপতি এবিএম মুসা খালেদের।

নামের তালিকায় আছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, যুগ্ম সচিব (অব.) বিশ্বাস লুৎফর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা এম আব্দুল মালেক মিয়া, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঞা, বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জোনারেল (অব.) মো. মাহমুদুল হক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আনসার আলী খান, সাবেক উপ-সচিব বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. সরোয়ার হোসেন, অতিরিক্ত সচিব (অব.) ভীমচরণ রায়, বীর মুক্তিযোদ্ধা শমসের কবির চৌধুরী, জেডি মাজহারুল হক খন্দকার (কায়সার), অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সাবেক জেলা ও দায়রা জজ মিস রাশিদা সুলতানা, ফেমার সাবেক সভাপতি মিসেস মনিরা খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু নাসের মো. ইলিয়াস, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) সালেহউজ্জামান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল আবু নাছের মো. ইলিয়াস, মেজর জেনারেল আবদুর বারী, আরইবির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল মউনুল ইসলাম।

এছাড়াও তালিকায় আছে মেজর জেনারেল (অব.) মো. মাসুদ রেজওয়ান, মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার, মেজর জেনারেল রফিকুল ইসলাম, সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. আবুল কাসেম, অবসরপ্রাপ্ত বিচারপতি মোমতাজ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঞা, সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী, সাবেক সচিব মুশফিকা ইকফাত, সাবেক সচিব মো. আবদুল মান্নান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. গাজী রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর মোল্লা, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. ফখরুদ্দিন, অবসরপ্রাপ্ত সচিব ফাইজুর রহমান, সুপ্রিমকোর্টের এডভোকেট মো. বদরুল ইসলাম, এফবিসিসিআই’র সাবেক যুগ্ম সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ মো. শামসুল হক, অ্যাডভোকেট মো. শাহ আলম মিয়া, সাবেক সিনিয়র সচিব মো. শহীদুজ্জামান, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত আইজিপি মো. হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, নারী নেত্রী রোকেয়া কবীর, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, লে. জেনারেল (অব.) মো. শফিকুর রহমানের নাম।

আরও আছে বীর প্রতীক লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ডিজিএমএস লে, জেনারেল (অব.) জাফরউল্লাহ সিদ্দিক, চট্টগ্রামের সোবহানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাইখুল হাদীছ আল্লামা কাযী মঈনুদ্দিন আশরাফি, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জনতা ব্যাংকের চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, আইনজীবী সৈয়দ মিজানুর রহমান, আইনজীবী হাজী মো. শাহ আলম মিয়া, সিনিয়র সচিব (অব.) হেদায়েতুল্লাহা আল মামুন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, সাবেক বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া, সাবেক সচিব ড. আবদুল মজিদ, সাবেক বিচারপতি ফরিদ আহমেদ, যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আবদুল লতিফ মাসুম, ময়মনসিংহের কেবি এন্টারপ্রাইজের পরিচালক কাজী গোলাম মোস্তফা। তালিকায় আরো যারা রয়েছেন তারা হচ্ছেন সাবেক জেলা দায়রা জজ আসগর আলী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, সাবেক আইজিপি মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক যুগ্মসচিব মোহাম্মদ সামসুদ্দোহা, সাবেক কাস্টম কমিশনার মোহাম্মদ সাদেক আল সাদ, শিক্ষিকা লিনজে রিভেরো, এয়ার চিফ মার্শাল (অব.) ফখরুল আযম, দৈনিক পূর্বতারা সম্পাদক মো. সাইফুল ইসলাম সিদ্দিক, অবসরপ্রাপ্ত আইজিপি হাসান মাহামুদ খন্দকার, সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক, সাবেক অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম, সাবেক সচিব মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী, সাবেক সচিব মোহাম্মদ ফয়জুর রহমান চৌধুরীর নাম।

মন্ত্রি পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, গত শুক্রবার বেলা ৫টা পর্যন্ত ২৪ রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি পর্যায় থেকে ৩২৯ জনের তালিকা সার্চ কমিটির কাছে সিইসি এবং অন্য কমিশনার হিসেবে নিয়োগের জন্য প্রস্তাব আকারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও বিশিষ্ট সঙ্গে সঙ্গে বৈঠককালে আরো ২০ জনের নামের তালিকা পাওয়া গেছে। এসব নামের তালিকা থেকে বাছাই করতে আজ মঙ্গলবার আবার বৈঠকে বসবে সার্চ কমিটি।

মন্তব্য

Beta version