নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি গেলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি গেলেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী

জার্মানিতে অনুষ্ঠেয় ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিরাপত্তা সম্মেলন চলবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

মিউনিক নিরাপত্তা সম্মেলন গত চার দশক ধরে আন্তর্জাতিক নিরাপত্তা নীতিবিষয়ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি স্বাধীন ফোরাম হিসাবে কাজ করছে।

ড. মোমেন নিরাপত্তা সম্মেলন শেষে ২১ ফেব্রুয়ারি ফ্রান্সের উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন। প্যারিসে আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্যাসিফিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের ফোরামের বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক ও নিরাপত্তা নীতি সংক্রান্ত উচ্চপর্যায়ের প্রতিনিধি ছাড়াও ৩০টি ইন্দো-প্যাসিফিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন।

মন্তব্য