-->

বৃহস্পতিবার ১০ জনের তালিকা জমা দেবে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার ১০ জনের তালিকা জমা দেবে সার্চ কমিটি

নতুন ইসি গঠনে সার্চ কমিটির চূড়ান্ত করা ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে আগামী ২৪ ফেব্রুয়ারি জমা দেওয়া হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির ৭ম বৈঠক শুরু হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, কমিটির সদস্যরা বঙ্গভবনে গিয়ে তালিকা জমা দেবেন।

আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে প্রতি পদের বিপরীতে দুজনের নাম প্রস্তাব করা হচ্ছে রাষ্ট্রপতির কাছে। ১০ জনের নামের তালিকা থেকে পছন্দের পাঁচজনের নাম চূড়ান্ত করে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সূত্রে জানা গেছে, তালিকা জমা দেওয়ার পর ২৪ ফেব্রুয়ারি রাতেই প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হতে পারে। যাদের ওপর থাকবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভার। এদিকে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বৈঠকে বিরতি দিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্চ কমিটির সদস্যরা। এ সময় প্রধান বিচারপতির পক্ষ থেকে সার্চ কমিটির সবাইকে সুপ্রিম কোর্টের প্রকাশনা সামগ্রী দেওয়া হয়। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে আবারো বৈঠকে বসে সার্চ কমিটি।

কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নেন।

সবার কাছ থেকে ৩২২টি নাম নিয়ে কাজ করছিল সার্চ কমিটি। গত রোববার সন্ধ্যায় ৬ষ্ঠ বৈঠক শেষে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবাদুল হাসান সাংবাদিকদের জানিয়েছিলেন, মঙ্গলবারের বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। তবে তাদের নাম প্রকাশ করা হবে না।

উল্লেখ্য, গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে কাদের নাম দেওয়া যেতে পারে সে ব্যাপারে সার্চ কমিটিকে পরামর্শ দেন।

এর আগে সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও আগ্রহী ব্যক্তিদের নির্বাচন কমিশনার হওয়ার মতো যোগ্য ব্যক্তিদের নাম পাঠানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি ও সংগঠন মোট ৩২২ জনের নাম পাঠায়।

মন্তব্য

Beta version