প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়ে বিস্তারিত কর্মসূচি ঠিক করাসহ চেন্নাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন উদ্বোধন করতে ভারত গেছেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) তিনি দিনের জন্য দেশটিতে সফরে যান তিনি।
সফরের প্রথম দিন ভারতের চেন্নাইয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন উদ্বোধন করবেন মাসুদ বিন মোমেন। এর পর দিন নয়াদিল্লি যাবেন। সেখানে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
কূটনৈতিক সূত্র বলছে, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিস্তর আলোচনা করবেন তারা। এছাড়া ঢাকা ও নয়া দিল্লির আসন্ন যৌথ কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠক নিয়েও আলোচনা হবে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের মার্চে বাংলাদেশ সফর করেন। তখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। আশা করা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুনের দিকে ভারত সফর করবেন শেখ হাসিনা।
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা গত বছরের ডিসেম্বরে ঢাকা সফর করেন। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে আমন্ত্রণ জানান তিনি। ভারত সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।
মন্তব্য