-->

টিকার আওতায় সাড়ে ১২ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক
টিকার আওতায় সাড়ে ১২ কোটি মানুষ

দেশে টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪৭ লাখ মানুষ। ১৩ দিনেই ২ কোটি ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আজ বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক বলেন,

গত ১৭ ফেব্রুয়ারি থেকে আমরা একটা বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করি। ২৬ ফেব্রুয়ারি এটার নির্ধারিত দিন ছিল। ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের সময় বেশি মানুষকে টিকার

আওতায় আনতে ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আমরা বিশেষভাবে এটার দিকে নজর দিই। 

তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আমরা প্রথম ডোজের টিকা দিতে পেরেছি দুই কোটি ৩২ লাখ মানুষকে। দ্বিতীয় ডোজের টিকা দিয়েছে এক কোটি সাত লাখ মানুষকে

এবং বুস্টার দিয়েছে ১০ লাখ মানুষকে। এ কয়েকদিনে আমরা ৩ কোটি ৪৯ লাখ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি।

তিনি বলেন, ‘২৬ তারিখে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়। এ পর্যন্ত প্রথম ডোজ দিয়েছি ১২ কোটি ৪৭ লাখ মানুষকে। দ্বিতীয় ডোজ দিয়েছি ৮ কোটি ৪৮ লাখ মানুষকে

এবং বুস্টার ডোজ পেয়েছেন ৩৯ লাখ মানুষ। স্কুলের ১ কোটি ৬৯ লাখ শিক্ষার্থীও পেয়েছেন বুস্টারের টিকা। প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া চলমান থাকবে জানিয়ে তিনি বলেন,

আমরা ক্যাম্পেইনের মাধ্যমে অনেক মানুষকে প্রথম ডোজের আওতায় এনেছি। তারপরও কেউ যদি বাদ পড়ে থাকেন, তারা আমাদের স্থায়ী কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। এটা রেজিস্ট্রেশন

করেও নিতে পারবেন। যদি রেজিস্ট্রেশন না থাকে তবে কার্ডের মাধ্যমে নিতে পারবেন।’

বিশেষ কয়েকটি এলাকা-সাভার, কেরানীগঞ্জ, নারায়নগঞ্জ, গাজীপুর এসব জায়গায় শিল্প কারখানা বেশি এবং অনেক মানুষ টিকার আওতার বাইরে ছিলেন বলে জানান শামসুল হক।

 

মন্তব্য

Beta version