-->
শিরোনাম

আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৫

নিজস্ব প্রতিবেদক
আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৭৫
করোনা ভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৭৫ জনের। সুস্থ হয়েছেন ৪ হাজার ৬২৮ জন।

বৃহস্পতিবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন করোনায় আট জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ৭৩২ জনের। শনাক্তের হার ছিল ৩ দশমিক ২২ শতাংশ। আগের দিনের তুলনায় শনাক্ত ও মৃত্যু কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ২২ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষায় ৬৫৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার কমেছে, শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।

মৃত পাঁচ জনের মধ্যে একজন পুরুষ ও চার জন নারী। তিনজন সরকারি হাসপাতালে এবং দুইজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃতদের সবাই ঢাকা বিভাগের। এদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০বছরের মধ্যে, দুইজনের ৪১ থেকে ৫০ বছর, একজনের ৭১ থেকে ৮০ বছর এবং একজনের ৮১ থেকে ৯০ বছরের মধ্যে।

দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৮ জনের।

 

মন্তব্য

Beta version