-->

ইউক্রেনে জাহাজ থেকে নিরাপদ আশ্রয়ে বাংলাদেশি নাবিকরা

কূটনৈতিক প্রতিবেদক
ইউক্রেনে জাহাজ থেকে নিরাপদ আশ্রয়ে বাংলাদেশি নাবিকরা
বাংলার সমৃদ্ধি জাহাজ থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে নাবিকদের।

ইউক্রেনের জলসীমায় আটকেপড়া বাংলার সমৃদ্ধি জাহাজ থেকে ২৮ বাংলাদেশি নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে জাহাজে হামলায় নিহত তৃতীয় ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহও রয়েছে।

শুক্রবার (৪ মার্চ) প্রথম প্রহরে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমার সঙ্গে পোল্যান্ডে আমাদের রাষ্ট্রদূতের আলাপ হয়েছে। তিনি বলেছেন তারা এখন নিরাপদ আশ্রয়ে আছেন।’

প্রতিমন্ত্রী বলেন, 'ইউক্রেন থেকে তাদের পোল্যান্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে মৃত ইঞ্জিনিয়ারের প্রথম জানাজা সম্পন্ন করা হবে। এরপর আমরা তাদের দেশে ফিরে আনার প্রক্রিয়া শুরু করবো।'

এসময় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শোকাহত শাহরিয়ার আলম।

আরও পড়ুন:

বাংলার সমৃদ্ধি জাহাজ থেকে নাবিকদের তীরে আনা হচ্ছে

বাংলাদেশি নিহতের ঘটনায় ইউক্রেনের ওপর দায় চাপালো রাশিয়া

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, এক নাবিক নিহত

যে কারণে ইউক্রেনের বন্দরে আটকে আছে ‘বাংলার সমৃদ্ধি’

বাড়ি এসে বিয়ে করার কথা ছিল হাদিসুরের

আর ভাঙা ঘরে থাকতে হবে না, সকালেই ছোটভাইকে বলেন হাদিসুর

 

মন্তব্য

Beta version