-->
শিরোনাম

রূপপুর প্রকল্পের লেনদেন বন্ধে রাশিয়ার চিঠি

নিজস্ব প্রতিবেদক
রূপপুর প্রকল্পের
লেনদেন বন্ধে
রাশিয়ার চিঠি
প্রতীকী ছবি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে রাশিয়ার কয়েকটি ব্যাংকে আন্তর্জাতিক লেনদেন (সুইফট) নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে বাংলাদেশের ১২০০ মেগাওয়াটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রকল্পের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে চিঠিও পাঠিয়েছে দেশটি। গত ১ মার্চ থেকে লেনদেন বন্ধ রয়েছে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। তবে

প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে বলে অন্য একটি সূত্রে জানা গেছে।

জানা গেছে, রূপপুর প্রকল্পের লেনদেন সোনালী ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। এছাড়া রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক লেনদেন রয়েছে রাশিয়ার। গত ২৮ ফেব্রুয়ারি চিঠির মাধ্যমে

রাশিয়া দুটি ব্যাংকের সঙ্গে লেনদেন স্থগিত করেছে।

উল্লেখ্য, রূপপুরে প্রকল্পে ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ২২ হাজার ৫৩ কোটি টাকা। আর রাশিয়া ঋণসহায়তা

করছে ৯১ হাজার ৪০ কোটি টাকা। কেন্দ্রটি ২০২৪ সাল থেকে বিদ্যুৎ সরবরাহ করার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিষেধাজ্ঞার কারণে দেশটির ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স (ভিইবি) বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠিয়ে লেনদেন না করার

জন্য অনুরোধ করে। এছাড়া রাশিয়ার আরো কিছু ব্যাংক বাংলাদেশের একাধিক ব্যাংককে লেনদেন বন্ধ রাখতে বলেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগে ভিইবি’র পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠিয়ে গত ১ মার্চ থেকে লেনদেন না করার জন্য বলা হয়।

জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে বাংলাদেশকে অর্থায়ন করছে রাশিয়া, একইসঙ্গে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশন রোসটমের নেতৃত্বে ঠিকাদারি

প্রতিষ্ঠান। রাশিয়া সরাসরি বাংলাদেশে টাকা পাঠিয়ে প্রকল্পের মেশিনারির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে পেমেন্ট করছে। তবে এ প্রকল্পের ঋণের কিছু অংশের টাকা পরিশোধ শুরু হয়েছে। আর তা করা হচ্ছে

সোনালী ব্যাংকের মাধ্যমে। এছাড়া প্রকল্পে কর্মরত তাদের দেশীয় কর্মীদের টাকা পাঠাতে হচ্ছে। কিন্তু ওই ব্যাংকগুলোর ওপর সুইফটের নিষেধাজ্ঞা থাকায় আপাতত লেনদেন বন্ধ রাখা হচ্ছে।

মূলত, গত বুধবার সুইফট তার সদস্য ব্যাংকগুলোর কাছে পাঠানো এক বার্তায় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার সাত ব্যাংকসহ আরো কিছু আর্থিক প্রতিষ্ঠানকে স্থগিতের তালিকায় যুক্ত করেছে।

এর মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক অব রাশিয়া, ওরিয়েন্ট এক্সপ্রেস, রসগ্রোস্ট্রাক ব্যাংক ও ভেতেবে ক্যাপিটাল। রাশিয়া ছাড়াও বেলারুশের দুটি ব্যাংকও সুইফটের নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে।

মন্তব্য

Beta version