জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ সারাদেশে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হচ্ছে। খবর-বাসস।
আমাদের সংবাদদাতারা জানান-
মাগুরা : সকালে স্থানীয় জেলা শহরের নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল
আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, বিভিন্ন
সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে স্থানীয় নোমানী ময়দানে ১৯৭১ সালের ৭ মার্চ
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
বগুড়া : সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বটতলায় রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের
সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, বগুড়া চেম্বারের সহ-সভাপতি মাহফুজুর রহমান রাজ,
উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। এরপর শ্রদ্ধা নিবেদন করেন- জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু পরিষদ, এ ছাড়া বিভিন্ন সরকারি, অসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। সন্ধ্যায় শহরের শহীদ খোকন শিশুপার্কে আলোচনা সভাও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গা : সকাল ৭টায় চুয়াডাঙ্গার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা উত্তোলন
করেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জেলা
প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা
প্রশাসকের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট : সকাল ৮ টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। জয়পুরহাট-১ আসনের
সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদুর পক্ষে প্রতিনিধি, জেলা বিচার বিভাগ, পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞার নেতৃত্বে পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আরিফুর রহমান রকেটের নেতৃত্বে জেলা আওয়ামী
লীগসহ জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ঐতিহাসিক ৭ মার্চ
দ্বিতীয় বারের মতো জাতীয় দিবস হিসাবে উদযাপনের জন্য শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে জেলা শিল্পকলা ও শিশু একাডেমি। এরমধ্যে রয়েছে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা আবৃত্তি, সংগীত, একক
ও দলীয় নৃত্য প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকন, নৃত্য ও শেখ হাসিনার লেখা আমাদের ছোট রাসেল সোনা এবং শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত
আত্মজীবনী নিয়ে বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক, খ ও গ বিভাগে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ ছাড়াও শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা তথ্য অফিস
বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করে। এখানে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীতানুষ্ঠানের আয়োজন করে।
নওগাঁ : সকাল ৯টায় শহরের মুক্তির মোড়ে সুসজ্জিত প্যান্ডেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার গাজিউর রহমান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ
থেকে বেদীতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পিবিআই, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, প্রেরক্লাবসহ বিভিন্ন সরকাার, আধাসরকারি,
স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে বেদীতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সকাল সাড়ে ১০ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসকের উদ্যোগে এক
আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এতে সভাপতিত্ব করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নড়াইল : সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যেছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বিশেষ
মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র
আঞ্জুমান আরা, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, যুব ও ক্রীড়া সম্পাদক
শেখ সালাউদ্দিন নান্না, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ, উপ-প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান ইকবাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ তোফায়েল মাহমুদ তুফান, মহিলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে লোহাগড়ায় সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে
দলীয় কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যেছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বিশেষ মোনাজাত এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী
লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, সহ-
সভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম-সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না প্রমুখ।
রাঙ্গামাটি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে
দলীয় কার্যালয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা
আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ
আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক
মো. শাহাজান, যুব-মহিলালীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল জব্বার সুজন প্রমূখ। এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা পরিষদ, জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারী বিভিন্ন
প্রতিষ্ঠানের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মন্তব্য