সারাবিশ্বেই নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে বলে মনে করে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাতের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে মহিলা আওয়ামী লীগের মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি শেষে এ মন্তব্য করেন তিনি।
নারীর প্রতি সহিংসতাই নারীর পিছিয়ে পড়ার কারণ- একথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নারীদের প্রতি এই সহিংসতা দূর করতে হবে।
দীপু মনি বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে নারীর ক্ষমতায়ন করেছে। নারীর সঠিক ক্ষমতায়নে এখনও অনেক প্রতিবন্ধকতা রয়েছে বলেও স্বীকার করেন তিনি।
এ সময় অপরাধ, মৌলবাদ ও নারীবিদ্বেষ প্রতিহতের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
মন্তব্য