-->
শিরোনাম

সমান দক্ষতায় নারী পুলিশদের এগিয়ে যাওয়ার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
সমান দক্ষতায় নারী পুলিশদের এগিয়ে যাওয়ার অঙ্গীকার

‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এমন স্লোগানে সারাদেশের মতো ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

মঙ্গলবার (০৮ মার্চ) সকালে রাজধানীর উত্তরার ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিতে দুইশ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মরত নারী সদস্যরা অংশ নেন।

র‌্যালি শেষে বক্তব্য দেন ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শাহীনা আমীন ও সহ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমী।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমী বলেন, অফিসিয়াল কাজসহ মাদক নির্মূল ও অপরাধ দমনে নারী আর্মড পুলিশ এরই মধ্যে বিশেষভাবে অবদান রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে পুরুষের পাশাপাশি সমান দক্ষতার সঙ্গে দেশমাতৃকার হয়ে কাজ করে যাওয়ার অঙ্গিকার নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে এই আন্তর্জাতিক নারী দিবস। এ সময় উপস্থিত ছিলেন ১১ আর্মড পুলিশ

ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মোছা. রুনা লায়লা, আমেনা আক্তার, জাকিয়া সুলতানা, পুলিশ পরিদর্শক সেলিনা আক্তারসহ অন্যরা।

মন্তব্য

Beta version