এখন থেকে করোনার আরটি পিসিআর টেস্ট ছাড়াই প্রবেশ করা যাবে বাংলাদেশে। তবে, এজন্য অবশ্যই করোনার পূর্ণাঙ্গ ডোজ টিকা নেওয়ার সনদ থাকতে হবে।
এ বিষয়ে মঙ্গলবার (৮ মার্চ) নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
নির্দেশনায় বলা হয়েছে, যাদের টিকা সনদ নেই তাদেরকে যাত্রার ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করতে হবে। নেগেটিভ রিপোর্ট আসলেই তারা যাত্রা শুরু করতে পারবেন। ১২ বছরের নিচে শিশুদের করোনা টেস্ট করাতে হবে না।
টিকা নেওয়া বা না নেওয়া কোনো যাত্রীর মধ্যে যদি করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায় তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে করোনা টেস্ট করাবে। টেস্টে করোনা পজেটিভ আসলে তাকে নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে সাত দিন আইসোলেশনে থাকতে হবে।বাংলাদেশ থেকে যারা অন্যান্য দেশে যাবেন তাদেরকে সেসব দেশের ভ্রমণ বিধি-নিষেধ মেনে চলার নির্দেশনাও দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
মন্তব্য